নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
নূর নবীজীর ইলমে গায়েব কবরে জীবিত থাকার প্রমান -
ইমাম মুহাম্মদ বিন মকিক রহঃ ‘মুদখাল’ কিতাবে এবং ইমাম আহম্মদম কুস্তুলানী রহঃ ‘মাওয়াহিবুল্লাদুনিয়াহ’ কিতাবে লিখেছেন, “হুযুর করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হায়াত এবং মাওতের মধ্যে কোন পার্থক্য নাই। অর্থাৎ তিনি দুনিয়াতে থাকা অবস্থায় যেভাবে উম্মতদেরকে চিনতেন, উম্মতের অবস্থা জানতেন, উম্মতের নিয়্যত ইচ্ছা এবং মনের কল্পনা জানতেন, এখনও ঠিক সেভাবে জানেন। এ সকল বিষয় তাঁর নিকট গোপন নহে”। (সূত্র – তাবলীগ জামতের কিতাব ফাযায়েলে আমল ১ম খন্ড, পৃষ্টা নং ৭৬১।)
©somewhere in net ltd.