নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
হাটহাজারীর মেখল নিবাসী হিদায়াত আলী মুন্সীর পুত্র মৌলভী ফায়যুল্লাহ বলেছে, নামাজে নবীজীর ধ্যান আসা নির্ভুলভাবে শিরক। তা গরু ও গাধার খেয়াল থেকেও নিকৃষ্টতর হবে।এটা সে তার কিতাব “মানজুমায়ে মুখতাসারাহ” তে লিখেছে।
“ফাতওয়ায়ে রশীদীয়া” য় মৌলভী রশীদ আহমদ গাংগুহী একই কথা লিখেছে।
“আল্লাহ্র পক্ষে মিথ্যা কথা বলা সম্ভব” এ রকম জঘন্য কথা ও লিখেছে তাঁরা। এমনি জঘন্য কথা আরও লিখেছে পটিয়ার আযীযুল হক ও চকোরিয়ার সিদ্দিক। সুন্নী মুসলমানদেরকে খুন করার ফাতওয়াও দিয়েছে তারা। এসব কথা পাওয়া যাবে তাদের হাতিফ পুস্তিকায়।
তারা আরো বলেছে, হযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওবন্দ মাদ্রাসার আলিমদের কাছেই উর্দু শিখেছেন। দেখুন মৌলভী খলিল আহমদ আম্বেটভীর বারাহীনে কাতেয়া।
সূত্র –দিওয়ানে আযীয, পৃষ্টা নং -২১৯-২২০।
©somewhere in net ltd.