নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
একদিন দাদা হুজুর কেবলা হযরত চৌহরভী রহমাতুল্লাহি তা‘আলা আলায়হি আসর নামাযের পর হাতে তসবীহ্ রেখে রাস্তায় পায়চারী করছিলেন। এ সময় এক ব্যক্তি দাদা হুজুরকে সালাম দিয়ে বলেন আপনি তো বুজর্গ লোক আমার জন্য একটু দোয়া করুন। হযরত চৌহরভী রহমাতুল্লাহি তা‘আলা আলায়হি দোয়া করার পর জানতে চাইলে লোকটি বলেন তসবী হাতে আপনাকে বুজর্গ মনে হচ্ছে। তাঁর মুখে এ কথা শুনার পর চৌহরভী রহমাতুল্লাহি তা‘আলা আলায়হি তসবীহ্ রেখে দেন এবং বাকী জীবন তসবীহ্ ছাড়া আল্লাহর এবাদত, করেন এমনভাবে নিজেকে গোপন রাখতেন যেন তাকে কেউ চিনতে না পারে।
©somewhere in net ltd.