নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
পবিত্র জিলহজ চাঁদের ৯ তারিখ ফজরের নামাজের পর থেকে -১৩ তারিখ আছরের নামাজের পর পর্যন্ত প্রতি ওয়াক্ত নামাজের পর প্রত্যেক বালেগ মুসলিম নর নারীর জন্য কম পক্ষে একবার নীচে উল্লেখিত তাকবীর দেওয়া ওয়াজিব বা অবশ্য পালনীয় কর্তব্য। এটা পালন না করলে শক্ত গুনাহগার হবে। আর অস্বীকার করলে কাফির হয়ে যাবে। যদি কেউ তাকবীর দিতে ভুলে যায় তবে স্মরণ হওয়া মাত্রই তা পড়ে নিতে হবে। তাকবীর
©somewhere in net ltd.