নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
এক মুসাফির জোরে হেঁটে চলে সুদূরের পানে
পথে হল দেখা তার, এক মোল্লাজীর সনে
মোল্লা শুধায় পথিক ওরে, যাও তুমি কোথা??
কীসের এত তাড়া?? একটু বলে যা??
পথিক বলে, যাচ্ছি আমি তাঁহার কাছে
স্রষ্টা যিনি তাঁহার খোঁজে
বলতে পারো ও মোল্লাজি তুমি?
কোথায় থাকেন তিনি??
ঠিকানা তাঁহার কী??
মোল্লাজী কহেন, ওরে বোকা জানো নাকো তাও??
মসজিদ হল খোদার ঘর, সেথায় গেলেই পাবে তারে।।
পথিক আবার হাঁটে, মসজিদের খোঁজে
মসজিদে গিয়ে দেখে, সেথা প্রকান্ড এক তালা
তাকে দেখে, চোর ভেবে মুয়াজ্জিন বলে
কেন এসেছিস, মতলব খানা তোর কী??
চুরি করার মতলব বুঝি, নাকি ফিরনী খাবি???
পথিক বলে, কোন কিছু চাই না আমি
শুনেছি আল্লাহ্ থাকেন এখানে??
এটাই নাকি তাঁর বাড়ি???
মুয়াজ্জিন ভাবে, বেটা পাগল নাকি??
এসব আবার বলছে কী??
রেগে গিয়ে মুয়াজ্জিন বলে,
যা ভাগ, যত সব বুজরুকী
আমার সাথে চলবেনা কোন রকম ফাঁকি??
আল্লাহ্ হেথায় থাকেন না
তুই এবার চলে যা।।
পথিক হাঁটে আর ভাবে
একী বিষম জ্বালা??
পথে এক অন্ধ ভিখারী দেখে
পথিক শুধায় তারে
বলতে পারো তুমি
কোথায় থাকেন তিনি??
বিশ্ব স্রষ্টা যিনি??
ভিখারী তারে বলে
যাও তুমি তবে কোন আউলিয়ার দ্বারে
সেথায় তুমি পাবে তাঁরে
পথে নেমেছ যার তরে।।
©somewhere in net ltd.