নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
৩।জিকরে মুস্তাফা –পৃষ্টা নং ৬৪/ হাদায়েকে বখশিশ নং ৬৪
১। নবীজীর দুশমনদের প্রতি কঠোরতাই উত্তম রীতি
কাফের মুনাফিকদের তরে কিসের আবার প্রীতি??
পারস্যের ভূমিকম্প সম, নজদভূমি ধ্বংশ হবে
নবীজীর জন্মক্ষণের আয়াত পড় উচ্চ রবে।।
২। ক্ষোভের আগুনে যাক না জ্বলে বেদ্বীনদের মন
ইয়া রাসুলাল্লাহ’র জিকিরে মাতাও সর্বক্ষন
মহান প্রভূ বানিয়েছেন তোমায় আপন হাবীব
এবার আপন আশেকদের শাফায়াৎ হোক নসীব।।
৩। শাফায়াতের অনুমতি পাওয়া হল সেই কবে
শাফায়াৎ করুন নবীজি এবার গরীবদের তরে
নূর নবীর তাযীম যারা শিরিক বলে ভবে
লানৎ দাও সবে মিলে সে বদ মাজহাবে।।
৪। উঠা-বসা দিবা-রাতে, কাটাও সময় প্রার্থনাতে
আর্জি দাও সাহায্য চাও, নূর নবীজীর কদম পাকে
দয়াল নবীজী দোহাই তোমার আর্জি দিলাম পাক কদমে
বিদাতিরা হও সাবধান, পড়োনা রবের রোষানলে।।
৫। গাউসুল আযম এই মিনতি পাক চরণে
জিন্দা করুন আবার নবীজীর পাক দ্বীনে।
আমার আকা আচ্ছা মিয়ার উসিলাতে
রেযা যেন হয় সাচ্চা উম্মত এ ভবে।
©somewhere in net ltd.