নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। নুরাণী সুরত নিয়ে এক অলী এলেন বাংলাতে
বাংলার মানুষ পাগল হল তাঁর সে রূপ দেখিতে।
সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ তরীকতে কাদেরীয়া
নূর নবীজীর বংশ প্রদীপ ৩৯তম মুবারাক ধারা।।
২। নবীজীর বংশের নয়নমণি, দেখলে ভরে হৃদয়খানি
আশেক হলো বাংলার মানুষ, দেখিতে চায় বারে বারে।
অন্তর ভরা ইশকে রাসুল, বাংলার মানুষ হইল আকুল
মা ফাতেমার বাগানের ফুল, বড় পীর সে ফুলমালী।।
৩। আহলে সুন্নতের অনুসারী, নবীর দুশমনের মহামারী
মুরশীদের দোয়ায় দূর হয়ে যায়, যত দুঃখ বিপদ ভারী।
মুরশীদের পাক কদমতলে, হচ্ছে মুরীদ দলে দলে,
আওলাদে রাসুলের কদম ধরি, মানব জনম সফল করি
৪। নূর নবীজীর নূরের ছায়া, সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্,
কিশতিয়ে নূহ মোদের তরে, সুবহানাল্লাহ-আলহামদুলিল্লাহ।
দয়াল মুরশীদ সৈয়্যদ তাহের শাহ্, তাজেদারে আউলিয়া
তাঁর রূপ দেখিয়া পাগল হলো, সারা বাংলার মানুষগুলা।।
৫। চাও যদি দ্বীন-দুনিয়ার ভালো, মুরশীদের দরবারে চলো
পাক কদমের ছায়ায় থাকো, দামান যেন ছুটে না।
চলোরে ভাই সব দলে দলে, আওলাদে রাসুলের পতাকাতলে
বাতিল থেকে দূরে থাকো, ঈমান রাখো হেফাজতে।।
©somewhere in net ltd.