![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
হযরত সৈয়দ আহমদ শাহ আউলিয়া (রহঃ)
তরীকাতে কাদেরিয়া
নূর নবীজির বংশ প্রদীপ
পবিত্র শোণিত ধারা।।
আকীদা-আমলে পাকা ভারী
কারামতের ছড়াছড়ি
দ্বীন ইসলামের কাণ্ডারি
আশেক দিলের ঠিকানা।।
জামেয়া আর আঞ্জুমান
তাঁর মুবারাক নিশানা
আহলে সুন্নতের শক্ত ঘাঁটি
সুন্নীয়তের কারখানা।।
খাজা চৌহরভীর নয়নতারা
তাজেদারে আউলিয়া
ভক্তি ভরে শরণ নিলে
পুরায় মনের বাসনা।।
শাহানশাহে সিরিকোটি
ইলমে মারিফাতের খনি
রসিকজনা তাঁর নামেতে
হইল আশেক দিওয়ানা।।
আল্লাহ্ তুমি কর দয়া
কবুল কর আমার দোয়া
কায়েম রেখো আল্লাহর অলীর
নুরানী সব নিশানা।।
ইসমাইল কাদেরী বলি
দামান রাখো হাতে ধরি
যতই বিপদ আসে আসুক
পাক দামান যেন ছুটে না।।
©somewhere in net ltd.