নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
ইলাহী বিহুরমাতি হযরত খাজা শেখ সুলতান সৈয়্যদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তায়ালা আনহু ।
বঙ্গানুবাদ ঃ হে আমাদের প্রভূ! হযরত খাজা শায়খ সুলতান সৈয়্যদ আব্দুল কাদের জিলানীর (আল্লাহ্ তাঁর প্রতি সন্তুষ্ট হোন ) ওসিলায় ( আমাদের প্রার্থনা কবুল করূন )।
হাদীসে আছে, “ওলী আল্লাহ্গনের কথা স্মরণ করলে আল্লাহর রহমত বর্ষিত হয়।” খতমে গাউসিয়ার মাহফিলে এ বিশেষ মর্যাদাবান বন্ধুর ওসিলায় আল্লাহ্ পাক আমাদের মত পাপী বান্দাদের প্রার্থনা শুনে থাকেন। সুবহান আল্লাহ্! ওলী আল্লাহদের নামের কত বরকত!!
গাউসে পাক (রাহঃ) বলেছেন, “যে কেউ আমার নামের ওসিলা দিয়ে আল্লাহ্ পাকে’র দরবারে কোন কিছু প্রার্থনা করবে, আল্লাহ্তায়ালা তা কবুল করবেন।” সুবহান আল্লাহ্! আল্লাহর প্রিয় বিশিষ্ট ওলীদের কত উচ্চ মর্যাদা!!
©somewhere in net ltd.