নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
জিকির কর, জিকির কর, জিকির কর, দিয়া মন
জিকিরেতে আল্লাহ্ রাজী, আরো রাজী নবীগণ
জিকির করছেন আদম ছফি, সাড়ে তিনশ বছর কান্দি
চোখের পানির বইলো নহর, তবেই খোদার রহম হয়।।
জিকির করছেন নূহ নজি, তুফানের মাঝে পড়ি
সারা দুনিয়া ডুবল বানে, নুহ নবী ভাসিয়া রয়
জিকির করছেন আইয়ুব নবী, আঠার বছর রোগে ভুগী
সাড়া দেহ খাইলো কিড়ায়, তবুও জিকির কইরা যায়।।
জিকির করছেন ইউনুস নবী, মাছের পেটের ভিতরে থাকি
মাছে তাঁরে খাইতে নারে, ডাঙ্গায় এসে রেখে যায়,
জিকির করছেন ইব্রাহিম খলীল, নমরুদের আগুনে পড়ি
ফুলের বাগান হইল আগুন, ইব্রাহিমের কিছু না হয়।।
জিকির করছেন ঈসা নবী, ক্রুশের কাঠে ঝুলে থাকি
আল্লাহ্ তাঁরে উঠাইয়া নেন, ঈসা নবী মরে না
আবার একদিন আসবেন তিনি, পাইলে রবের ইশারা
শাসন করবেন এই দুনিয়া, ওরে মুমিন জান না।।
©somewhere in net ltd.