নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
এদের চিনবার কয়েকটা উপায়
১। এরা নামাজে দাড়াবার সময় দুই পায়ের মাঝখানে প্রায় এক হাত পরিমাণ জায়গা ফাঁক রেখে দাঁড়ায়।
২। নামাজের নিয়ত বাঁধার পর এরা (মেয়েদের মত) দুই হাত বুকের উপর জড়িয়ে রাখে।
৩। এরা সুরা ফাতিহার পরে সবাই জোরে চিৎকার করে আমীন বলে মুসল্লিদের নামাজের ধ্যান নষ্ট করে দেয়।
৪। এরা প্রায় হাঁটুর কাছে পায়জামা পরিধান করে।
৫। এরা কোন ইমাম ও মাযহাব মানেনা।
৬। এরা শুধু ইমাম বোখারী রাহ ছাড়া আর কারো হাদীস মানেনা।
৭। এরা যোহেরর নামায পড়ে সকাল ১১/১২ টার সময়।
৮। অন্যান্য নামাযও এরা ওয়াক্ত শুরু হবার অনেক আগেই পড়ে নেয়।
৯। মিলাদ/কিয়ামের কথা শুনলে এদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়।
ইত্যাদি,ইত্যাদি।।
কাজেই মুমিন মুসলমান, এদের কাছ থেকে দূরে থাকুন। আর নিজের ইমান আমল রক্ষা করুন।
©somewhere in net ltd.