নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। আর কতকাল কাঁদবো আমি দূর দেশেতে বইয়ারে
আমার জনম গেল কানতে কানতে তারি পথ চাইয়ারে
২। তারি আশায় কানতে কানতে বহাইলাম নদীয়ারে
ও আমার চোখের পানি গেলরে শুকাইয়ারে
৩।মদীনাতে কেউ আমারে গেলনাগো লইয়ারে
সে দুঃখেতে পরাণ আমার কান্দে রইয়া রইয়ারে
৪।আর কতকাল কাঁদবো আমি মদীনার পথ চাইয়া
আমার জনম গেল কানতে কানতে পথ পানে চাইয়ারে
৫।মদিনাতে কে যাও ও ভাই, আমারে যাও লইয়ারে
আমি সইতে যে আর পারিনাগো নবীজীর বিচ্ছেদ ব্যাথারে
৬। আমার কানতে কানতে এ জনম যাবে,
আশা কবে পুরা হবে, তাও জানিনা রে
৭। দয়া কর দয়াল নবী, নাও মোরে মদীনা ডাকি
পাপী এ উম্মতের আশা পুরাও দয়াল নবীরে।
©somewhere in net ltd.