নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। থাকতে দুনিয়াতে নবী কামলীওয়ালা
ওরে কেমনে ডুবে উম্মতের নাইয়া?
২। আছেন মদিনাতে শুইয়া কামলীওয়ালা
শয়তান আমায় কেমনে করে হামলা?
৩। কতজনার ডুবল তরী মাঝ দরিয়ায় যাইয়া
নবীজী আমায় নিবেন গো ত্বরাইয়া।।
৪। আছি আমি পাপ সাগরে ডুবিয়া
দয়াল নবীজী নিবেন গো ত্বরাইয়া।।
৫। আজরাইল আমার জীবন নেয় কাড়িয়া
দয়াল নবী দেখা দেন আসিয়া।।
৬। শয়তান আমার ঈমান নেয় হরিয়া
দয়াল নবী দেন গো কলেমা পড়াইয়া।।
৭। মুনকির-নকীর কবরে দাঁড়াইয়া
দয়াল নবী নেন মোরে ত্বরাইয়া।।
৮। হাশর মাঠে ছাতি ফাটে রোদে তাতিয়া
দয়াল নবী দিবেন কাওসার পিলাইয়া।।
৯। গুনাহর ভারে মিজান যায় ভরিয়া
দয়াল নবী নেন মোরে ত্বরাইয়া।।
১০। থাকতে পুলসিরাতে প্রিয় মদিনাওয়ালা
আমায় তুমি নাওনা গো ত্বরাইয়া।।
১১। কত পাপী পার হইলো তোমার উসীলা দিয়া
নবী কামলীওয়ালা আমায় তুমি নিও গো ত্বরাইয়া।।
১২। দয়াল আল্লাহ্ কর দয়া নবীজীর পানে চাইয়া
দয়াল নবীজী আছেন আমার মদীনাতে শুইয়া।।
©somewhere in net ltd.