নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। আল্লাহ্র আদেশ অমান্য করার কারনে ইবলিসের লক্ষ্য লক্ষ্য বছরের ইবাদাত নষ্ট হয়ে গেছে এবং সে খোদায়ী গযবের শিকার হয়েছে।
২।কেনানা নুহ আঃ এর পুত্র হওয়া সত্ত্বেও অসৎ সঙ্গের কারনে আল্লাহ্র আযাবের সম্মুখীন হয়েছে।
৩। দুরাচার ইয়াযিদ একজন স্বনামধন্য সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পুত্র হওয়া সত্ত্বেও তার কুর্মের কারনে সারা বিশ্ব বাসীর নিন্দা ও ঘৃ্নার পাত্র হয়েছে। আখিরতে আল্লাহর আযাব তো তার পাওনা আছেই।
৪। কথায় বলে, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। সাপের মাথায় মূল্যবান মনি মাণিক্য থাকলেও কেউ সাপের সঙ্গ অবলম্বন করে না। সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ।
আল্লাহ্ পাক আমাদের সব্বাইকে নেক আমলকারী ও সৎ লোকের সঙ্গী বানান। এবং খারাপ সঙ্গ থেকে দূরে রাখুন। আ-মী-ন।।
©somewhere in net ltd.