নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
খাঁটি তাওবা এমন এক শক্তিশালী জিনিষ যা গুনাহের সমুদ্রকে পর্যন্ত নিশ্চিহ্ন করে দিতে পারে, আন্তরিক ইস্তেগফারের মধ্যে এত শক্তি নিহিত যা কিনা গুনাহের সুবিশাল পাহাড়কেও মুহুর্তেই জ্বালিয়ে-পুড়িয়ে ধ্বংস করে দিতে পারে।
পাপী বান্দার চোখের পানির এত শক্তি যে তা দোযখের ভয়াবহ আগুনকেও মুহুর্তেই নিভিয়ে দিতে সক্ষম।।
অনুতপ্ত চোখের এক ফোঁটা জল মনের সব কালিমা দূর করে অন্তরকে পাক সাফ করে দেয়।।
©somewhere in net ltd.