নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
তিনি আমাদের সবার পরীক্ষক ও স্রষ্টা ।
আর আমাদের বাঁচাবার জন্য তাঁর কতনা প্রচেষ্টা।।
কারন যিনি পরীক্ষক তিনি নিজেই আমাদের কাছে ফাঁস করে দিয়েছেন
পরীক্ষার প্রশ্নসহ উত্তর, যাতে আমরা কেউ পরীক্ষায় ফেল করে জাহান্নামে না যাই।
যেমন –
১। তিনি বলে দিলেন তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না। মরণের সময় যাতে ঈমান নিয়ে কবরে যেতে পারি সেজন্য জানিয়ে দিলেন কলেমায়ে তাইয়্য্যবা শরীফ।
২। দুনিয়ায় সুপথে চলার জন্য দিলেন মহা গ্রন্থ আল কুরআন। আর সে বাণী যাতে আমরা সঠিকভাবে বুঝে আমল করতে পারি সেজন্য পাঠালেন নবী রাসুলগণ।
৩। কবরে গেলে সবাইকে যে তিনটা প্রশ্ন করা হবে সেগুলিও আগেভাগেই জানিয়ে দিলেন তিনি আমাদেরকে।
৪। হাশরের মাঠে হিসাবের আগে সবাইকে কি প্রশ্ন করা হবে সেগুলিও আগে ভাগেই আমাদের জানিয়ে দিলেন তিনি দয়া করে।
বাহরে বাহ! অতুলনীয়, তোমার দয়া ও করুণা। শুকরিয়া মালিক, আশেষ শুকরিয়া।।
©somewhere in net ltd.