নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
সে মহাজনের গুনের কথা কী করিব বর্ণন?
ভাষার সম্বল নাই, অধম অভাজন।।
তাঁর চলার পথ হয়ে যেত সুবাসে ভরা
আকাশের মেঘ নেমে প্রসারিত ছায়া
বাকহীন তরু-পাথর জানাত সালাম
তিনি আর কেউ নন প্রিয় নবী মোস্তফা
মোদের তরে পাঠালেন খোদা এক রাসুল
চরিত্র গৌরব মাধুর্যে অনুপম অতুল
তিনি আর কেউ নন, মা আমিনার দুলাল
সবার প্রিয় মুহাম্মদ (দঃ) রাসুল।।
সৃষ্টির মাঝে তিনি সর্বোত্তম
মানবকুলে তিনি মহত্তম
কোথায় আছে তাঁর উপম??
তাঁরে বিধাতা গড়েছেন নিরুপম
পবিত্রতা ও সৌন্দর্যের আকর
নূর নবীজীকে জানাই স্বাগতম।।
©somewhere in net ltd.