নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
SHANE SHAHANSAHE SIRIKOTY RAHMATULLAHEE ALAIIHEE
1. TAJEDARE AWLIA HAI KHAJA SYED AHMED SHAH
DASTAGEERE BEEKASAN HAI KHAJA SYED AHMED SHAH
2. KHAZA CHOWRAVEE KA LADALAA PESHWA SYED AHMED SHAH
SHAMYE BAZME GAWSIA HAI KHAJA SYED AHMED SHAH
3. AAPKE DARBARME JO VEHAREENBANMKE AYEHAZAT LEKE ZATEE HEE,
JHULEE SABKA VARR DYA HAI KHAJA SYED AHMED SHAH
4. APP EK NAZAR DALE TOW BIGDEE SAB KE BAN ZAYE
MUFLEESO KA HAZAT RAWA HAI KHAJA SYED AHMED SHAH
5. SHAHANSAHE DO JAHAN HAI KHAJA SYED AHMED SHAH
DASTAGEERE BEEKASAN HAI KHAJA SYED AHMED SHAH
শাহান শাহে সিরিকোট হরয্ত সৈয়্যদ আহমদ শাহ্ রাহমাতুল্লাহিল বারী’র সম্মানে নিবেদিত পংক্তি মালা –
১। তাজেদারে আউলিয়া হ্যায়, খাজা সৈয়্যদ আহমদ শাহ্
দস্তগীরে বেকছা হ্যায়, খাজা সৈয়্যদ আহমদ শাহ্ ।।
২।খাজা চৌহরভী কা লাডলা, পেশওয়ায়ে সৈয়্যদ আহমদ শাহ্
শময়ে বজমে গাউসিয়া হ্যায়, খাজা সৈয়্যদ আহমদ শাহ্ ।।
৩। আপকে দরবারমে যো ভিখারী আয়ে হাজত লে কর যাতে হে
ঝুলি সবকা ভর দিয়া হ্যায়, খাজা সৈয়্যদ আহমদ শাহ্ ।।
৪। আপ এক নজর ডালে তো বিগড়ি সবকি বনতেহে
মুফলিসুকা হাজত রাওয়া হ্যায়, খাজা সৈয়্যদ আহমদ শাহ্ ।।
৫।নুরে চশমে গাউসিয়া হ্যায়, খাজা সৈয়্যদ আহমদ শাহ্
দস্তগীরে বেকছা হ্যায়, খাজা সৈয়্যদ আহমদ শাহ্ ।।
©somewhere in net ltd.