নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। আমার নুর নবীজীর শান মহান বুঝলো না নজদী-ওহাবী-শয়তান
মক্কাবাসী হয়েও বুঝলো না মোর নবীজীর শান
আবু জাহেল, আবু লহাব, শায়বা, উতবা নাফরমান।।
২। হাবসী বেলাল আনলো ঈমান, বুঝলো নবীজীর শান
হয়ে গেলেন পেয়ারা রবের, দিতেন নবীর মসজিদে আযান
ঈমান এনে সিদ্দিকে আকবর হয়ে গেলেন খলীফা প্রধান।।
৩। প্রাণ হরণ করতে গিয়ে ওমর হয়ে গেলেন ফারুকে আযম
নবীজীর তরে ধন-প্রাণ বিলিয়ে জুন্নুরাইন হয়ে গেলেন গণী ওসমান
ভালবেসে কাছে টেনে নেন যারে, মদীনা হয়ে যায় তাঁর ধ্যান-জ্ঞান।।
৪। আল্লাহ্ যারে ভালোবেসে, হাবীব বলে নিলেন ডেকে পাক আরশে
সেই নবীরে বাসলে ভালো বুঝবে তুমিও মোর নবীজীর শান,মহান
হায় নজদী ওহাবী সালাফী বদবখত! বুঝলি না তোরা নবীজীর শান-মান।।
৫। আল্লাহ্ যার প্রেমে মজে পাক আরশ থেকে পাঠান দরূদ-সালাম,
আসমান থেকে ১৪০ হাযার ফেরেস্তা রোজ জেয়ারত করে তাঁর মোকাম
ফেরেস্তা প্রধান, পশু-পাখী আর জিন-ইনসান যার মহিমা গাহে দিনমান।।
৬। সে মহা সম্মানিত নবীজীরে মুর্দা-বড় ভাই-মাটি বল্লে থাকবে না ঈমান,
নবীজীর চেয়ে উঁচু রবে বললে কথা, সব আমল যাবে বৃথা, সাক্ষী আল কোরআন
মোর নবীজীরে ভালোবেসে দরূদ পাঠাও সকাল সা,ঝে আল্লাহ্ হবেন তব নিগাহবান।।
©somewhere in net ltd.