নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
ওগো দয়াময়! দুনিয়ায় আসার আগে থেকেই আপনি আমাকে মায়ের পেটে ঘুমন্ত অবস্থায় খাদ্য ও পরম স্নেহের ছায়ায় লালন করেছেন। দুনিয়ায় আসার পর মা-বাবার পরম আদর-সোহাগে আমাকে বড় করে তুলেছেন। মুখ ফুটে কিছু চাওয়ার আগেই আপনি পরম মমতায় অসীম রহমতের বারি দিয়ে আমার জীবনকে পরিপুর্ন করে দিয়েছেন। সঠিক পথে চলার জন্য মহাগ্রন্থ আল কুরআন পাঠিয়েছেন। শুধু কি তাই আমার চলার পথ সুগম করার জন্য রাহমাতুল্লিল আলামীনকে আলোর দিশা করে পাঠিয়েছেন। তাই বিনীতভাবে এই প্রার্থনা করছি যে, আমার জন্য আপনি এতটাই দয়া যখন করেছেন তাহলে মওতে-কবরে-হাশরে-মিযানে-পুলসিরাতে আপনি আমার সাহায্যকারী হয়ে যান, যেদিন আপনার সুমহান আরশ মুয়াল্লা শরীফ ছাড়া আর কোন কিছুর ছায়া থাকবে না, মহা সংকটময় সে দিনে এ পাপীষ্ট গোলামধম গোলামকে দয়া করে আপনার সুমহান আরশ মুয়াল্লা শরীফের ছায়াতলে আশ্রয় দিয়েন। আপনার দয়ার আচল তলে এ অধম গোলামকে লুকিয়ে রেখে সব বিপদ ও শাস্তি থেকে রক্ষা কইরেন। আমীন ওয়া এয়া রাব্বুল আলামীন। বেহুরমাতি হাবিবিকা সাইয়্যিদুল আমীন। ওয়া এয়া আর হামার রাহিমীন।
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন। খুব ভাল লিখেছেন।