নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
জীবনের শুন্যতা পূরণে সুজন সখী এলোনা
তাই জীবনের শূন্য বাগানে ফসল বোনা হলোনা
কাকবন্ধ্যা এই মনের ভূমি রইলো ফাঁকা চিরদিন
খাপছাড়া বাঁধন হারা এ জীবন চলবে কত দিন?
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩২
এস এম ইসমাঈল বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন। খুব ভাল লিখেছেন।