নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
ইচ্ছে করে তোমায় নিয়ে চলে যেতে বহুদূর
যেখানে নেই চামড়া পোড়ানো ঠাঠা রোদ্দুর
স্নিগ্ধ চাঁদের আলো মাখা জ্যোৎস্নায় ভরপুর
যাবেকি ওগো প্রিয়ে সেথা, মিলনের মধুপুর?
মায়াবী আলোয় ভরা সুনসান রাত্তির
কারো মুখে কথা নেই, নির্বাক সময়
চোখের ভাষা বলে দেয়, সবকিছু
সব অর্গল খুলে দিয়ে মুক্ত হৃদয়পুর।
প্রেমালাপে মশগুল অস্থির পিককুল
ফুটবে এবার বুঝি ভালবাসার ফুল?
নিঝুম নিরালায় ভাসবো ভালবাসায়,
মনের সব কথা আজ জানাবো তোমায়।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
এস এম ইসমাঈল বলেছেন: আমার ব্লগে আসার তরে জানাই ধন্যবাদ।
বিদ্রোহী ভৃগু দাদা।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
এস এম ইসমাঈল বলেছেন: আমার ব্লগে আসার তরে জানাই ধন্যবাদ।
বিদ্রোহী ভৃগু দাদা।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদয় উজার করা আকুতি
ভাল লাগল প্রেমাষ্পদের প্রতি ব্যাকুলতা
+++