নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

নফল ইবাদাতে নৈকট্য মিলে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি ওয়াসাহবিহী ওয়া বারিক ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, বান্দা বেশী বেশী নফল ইবাদাতের মাধ্যমে সুমহান আল্লাহ্‌ রাব্বুল ইজ্জতের এতটা নৈকট্য অর্জন করে যে, তাঁর ইচ্ছা মহান আল্লাহ্‌ পাকের ইচ্ছা হয়ে যায়, তাঁর হাত মহান আল্লাহ্‌ পাকের কুদরতি হাত হয়ে যায়, যা দিয়ে সে কোন কাজ করে। তাঁর মুখ মহান আল্লাহ্‌ পাকের কুদরতি মুখ হয়ে যায়, যা দিয়ে সে কথা বলে”।
সূত্র - সূরা ফাতাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর রয়েছে আল্লাহ্‌র হাত, আজ যারা রাসুলের হাতে হাত রেখে আনুগত্যের বায়াত গ্রহন করলো, তাঁরা যেন মহান আল্লাহ্‌ পাকের কুদরতি হাতেই বায়াত গ্রহন করলো)। সুবহানাল্লাহ

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

মাহমুদুর রহমান বলেছেন: সুবাহা'ন আল্লাহ।পোস্টে ভালো লাগা.......

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

এস এম ইসমাঈল বলেছেন: মাশা-আল্লাহ! আল্লাহ্‌ পাক আপনার মংগল করুন। আমার ব্লগে এসে সময় নিয়ে পোস্ট পড়া ও মন্তব্য করার জন্য অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। লেখাটা আপনার ভালো লেগেছে জেনে উৎসাহিত বোধ করছি।
ভালো থাকুন, সব সময়।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে আমার ব্লগে সুস্বাগতম। সত্যের প্রোজ্জল প্রভায় আলোকিত হোক আপনার জীবন।মংগল সুরভীতে পরিপূর্ণ হোক পথচলা। ভালো থাকুন সবসময়।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার প্রতি রইলো আমার দোয়া ও ভালোবাসা।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

এস এম ইসমাঈল বলেছেন:
আমীন।
আপনাকে অনেক ধন্যবাদ, হে সনেট কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.