![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
সারা দিন ঘুম ঘুম, নির্ঘুম দুপুরে
ও পারার মেয়েগুলো, স্নানে যায় পুকুরে,
চুপি চুপি মধু লোভী ঢুকে যায় আসরে,
রাধা এলে কৃ্ষ্ণ কি না এসে পারে?
কৃ্ষ্ণ যেখানে সেজেছেন ভিলেন
গোপীরা কি আর পার পাবেন?
১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২২
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ,আমার ব্লগে নিমন্ত্রন জানাচ্ছি।।
১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৬
এস এম ইসমাঈল বলেছেন: আরে ভায়া! আমার ব্লগ বাড়ীতে একবার এসেই দেখুন না, আশা করি নিরাশ হবেন না। ধন্যবাদ।
২| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫০
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ,আমার ব্লগে নিমন্ত্রন জানাচ্ছি।।
৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৫
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৪
এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জনাব সনেট কবি।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮
নজসু বলেছেন: দারুণ লিখেছেন।
আপনার ব্লগে খুব ভালো ভালো লেখা পাবো মনে হচ্ছে।