নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

বেজে গেল আমার বারোটা

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০


আনলে তুমি এ কোন বারতা?
বেজে গেল আমার বারোটা
ব্যবসা আমার শেষ
হবো নিরুদ্দেশ।
একটা চাকুরীর খুউব দরকার
পেলে হবে অনেক উপকার
কেউ কি জানো কোথায় পাবো
ভালো এমপ্লয়ার?
খবর পেলে দিও ফোনে
মিস কল একবার।
(শেয়ার বাজারে ইনভেষ্ট করে সর্বশান্ত হওয়া এক বিবাহিত যুবকের করুণ আর্তি)।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৭

নজসু বলেছেন: আজ শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা তো, কাল আবার নিম্নমুখী।
এ যেন তৈলাক্ত বাঁশে বানরের উঠানামা।
এই বিবাহিত যুবকের মতো আরো অনেক
বিনিয়োগকারী শেয়ার মার্কেটে তাদের পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছে।

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১০

এস এম ইসমাঈল বলেছেন: একদম আমার মনের কথাটাই বলে দিলেন প্রিয় নজসু ভায়া। পাঠ ও মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকুন।

২| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হায়রে শেয়ার বাজার
কি অবাক কারবার
আজ ভাল তো কাল মন্দ
জীবনটাই হয়ে গেল বন্দ।

১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৭

এস এম ইসমাঈল বলেছেন: সুন্দর কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৭

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৭

এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জনাব সনেট কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.