নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
আমি তোমাকেই বলছি, হে মেয়ে!
শুনতে কি পাও তুমি?
আর কত নীচে নামতে চাও তুমি?
কাপড় খোলার উৎসবের অপ্রতিদ্বন্ধি রাণী।।
কামাতুর চোখগুলো বার বার গোত্তা খায়
ভোকাট্টা ঘুড়ির মত, তোমার দেহের সীমায়
তোমার শরীরের সব কটা বাঁকে বার বার
কামনার ফ্রেমে বাঁধা চোখগুলো আছাড় খায়।
কল্পনায় সবাই হাযার বার খুবলে খেতে দেখে
তোমার অনুপম দেহ বল্লরীর স্পর্শ সুধার স্বপ্ন।
কতটা কাপড় খুললে তোমাকে বলা হবে নগ্ন?
সেটাই এ মুহুর্তের সব চেয়ে বড় প্রশ্ন?
বারবার দেখছি তোমায় অচেনা কারো বাহুলগ্ন
আর কতটা কাছাকাছি হলে তোমাকে বলা যাবে নির্লজ্জ?
©somewhere in net ltd.