নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
অনাহারে নাহি খেদ, বেশী খেলে বাড়ে মেদ। ডিনার যদিও নাহি খাই, সংলাপে যাওয়া চাই।
সংলাপে যাঁরা অংশ নিতে যাচ্ছেন তেনারা সবাই ছালবাকল। তাই তিনাদের খাওয়ার আদৌ কোন জরুরত নাই। আর সব চেয়ে বড় কথা, ওনারা সবাই ভিভিআইপি মানুষ।বয়সের ভারে ক্লান্ত-শ্রান্ত, জটিল রোগ-ব্যাধিতে আক্রান্ত। সংলাপে গিয়ে কিছু না খেয়ে আসাটাও কিন্তু এক রকমের অভদ্রতা। বেটার হয় সংলাপ স্থলে গিয়ে, তেনারা চিনি ছাড়া ফলের রস/লেবুর শরবত, ডায়েট কোক/পেপ্সি, কয়েক টুকরা চিপস, সালাদ এসব খেতে পারেন, নিশ্চিন্তে। খাওয়ার আগে নিজেদের ঔষধগুলো যেন তাঁরা মনে করে খেয়ে নেন। সংলাপের আমন্ত্রণে যোগ দিতে যাওয়া সকলকে অগ্রিম শুভেচ্ছা। আর সংলাপের হোষ্ট মাননীয় প্রধান মন্ত্রীকে অভিনন্দন। খোলা মন নিয়ে একটা জটিল জাতীয় ইস্যু আর সংবিধানের বাধ্যবাধকতাকে গুরুত্ব দিয়ে চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য।
©somewhere in net ltd.