নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১।পাক নামের শোভায় মুগ্ধ আমি
গুণের কথা আর বলবো কী?
তোমার গড়া সৃষ্টি দিয়ে
তোমায় চিনে নিয়েছি।।
২।সৃষ্টি কুলে গাচ্ছে সবাই
তোমার নামের মহিমা;
অধম পাপী, মানব জাতি
তবুও তোমায় চিনলো না।।
৩।রিযিক দাতা, ভাগ্য দাতা,
মৃত্যু দাতা শুধুই তুমি
সুখে-দুখে ব্যাথিত হৃদে
তোমায় স্মরি দিবাযামি।।
৪।তোমার আকাশ তোমার মাটি
ছেড়ে পালাবো কোথায় আমি;
যেখানে যাই সেথায় প্রভূ শুধু
তোমারই গড়া জগত দেখি।
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯
এস এম ইসমাঈল বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর ভালো বাসা, প্রিয় হাবীব স্যার। কেন জানি না? আমার লেখাগুলো প্রথম পাতায় যাচ্ছে না।
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৭
হাবিব বলেছেন: এতো সুন্দর লেখা আপনার এতো দিন পাইনি কেন? আপনি কি ভাই প্রথম পাতায় নাই?