![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
মোর পাপের খাতা গেছে ভরি
মাফ চাইছি দু’হাত তুলি
দাওনা দয়াল ক্ষমা করি
দোজাহানের মালিক তুমি।।
যদি তুমি না দাও মাফ
একবার বলে দাও সাফ,
নও তুমি রহীম আর
নও তুমি রহমান
মিথ্যা তোমার পাক কালাম,
বলে দাও বান্দা যাবো কোথায়
কে আমারে দিবেন ঠাঁই?
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮
এস এম ইসমাঈল বলেছেন: অনেক দিন পর আমার ব্লগে প্রভার আপুনির আগমন, শুভেচ্ছা স্বাগতম।
সে আশাতেই বেঁচে আছি, নইলে কবেই যেতাম মরে। সত্য ও সুন্দরের উজ্জল আলোক আপনার জীবনে বার বার ফিরে ফিরে আসুক। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
হাবিব বলেছেন: আল্লাহর উপর ভরসা রাখুন
০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
এস এম ইসমাঈল বলেছেন: সুপ্রিয় হাবীব স্যার এর আগমন, শুভেচ্ছা স্বাগতম।
সাহস দেয়ার জন্য কৃতজ্ঞ।
আল্লাহ্ আপনার মঙ্গল করুন।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮
নজসু বলেছেন:
দয়াময় আল্লাহ ছাড়া প্রকৃত আশ্রয়দাতা আর আছে কোন জন?
০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৯
এস এম ইসমাঈল বলেছেন: সালাম, সুজন ভাই, একদম সঠিক কথা বলেছেন। আমার ব্লগে আসার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ইনশাআল্লাহ্ আমাদের সৃষ্টিকর্তা আছেন।