![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
যা ভেবেছি সবই ভুল
যা বুঝেছি সবই ভুল
যা করেছি সবই ভুল
তাইতো এবার গুনতে হবে
ভুলের মাশুল।
ভুলের মাঝে বসত আমার
তাই লেগেছে গন্ডগোল,
ভুলে ভরা জীবনে মোর
ফুটবে কবে আশার ফুল?
০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
এস এম ইসমাঈল বলেছেন: পাই না কোন কুল?
২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২০
নীল আকাশ বলেছেন: আপনাকে আমার ব্লগে দেখিনা কেন? ব্যস্ত নাকি খুব?
একটা গল্প লিখেছিলাম ভুল নিয়ে, তাই কবিতা টা পড়ে মজা পাচ্ছি।
ভালোই লিখেছেন!
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫
এস এম ইসমাঈল বলেছেন: সালাম, নীল আকাশ ভাই, আমি কিন্তু দাওয়াত ছাড়া কারো বাড়ী যাই না। আর খালি হাতেতো একদম না। হা হা একটু মজা করলাম। ভালো আছেন নিশ্চয়? আমার ব্যস্ততা, শুধু লেখালেখি নিয়ে। আর এখন সামুতে আপনাদের মত আরও কয়েকজন সজ্জন বন্ধু পেয়ে অনেক ভালো লাগছে।
ভুল নিয়ে গল্প লিখেছেন? তাহলে সেটা তো পড়তেই হয়। আর দেরী ন্য়। ইউর টাইম স্টার্টস নাউ। মন্তব্যে একরাশ ভালোলাগা।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
নীল আকাশ বলেছেন: আপনার জন্য আমার ব্লগে আজীবনের দাওয়াত দিয়ে গেলাম! ভুল নিয়ে গল্পটা লেখা শেষ হয়েছে। মনে হয় কয়েক দিন পরেই দিব। বন্ধ্যা মেয়ে মিথিলাকে নিয়ে আরেকটা গল্প লিখেছি। এটা দিয়েছি এখন ..
আপনার জন্য শুভ কামনা রইল!
০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২০
এস এম ইসমাঈল বলেছেন: সালাম,নীল আকাশ ভাই, কেমন আছেন? আশা করি ঠিক থাকবেন, আর সুন্দর সুন্দর সব পোষ্ট দিবেন। আপনার ব্লগে দাওয়াত দেয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আসলে সামুতে এসে আপনাদের মত আরও কয়েকজন সজ্জন বন্ধু পেয়ে অনেক ভালো লাগছে।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬
নজসু বলেছেন:
ভুলের ভোর কাটিয়ে আশার ভোর নিশ্চয়ই একদিন আলো ছড়াবে।
শুভকামনা রইল কবি।
০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩
এস এম ইসমাঈল বলেছেন: সালাম, সুজন ভাই, কেমন আছেন? আশা করি ঠিক থাকবেন, আর সুন্দর সুন্দর সব পোষ্ট দিবেন। আমার ব্লগে আসার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাকে সাথে পেয়ে অনেক ভালো লাগছে।আমি কিন্তু আশাবাদীদের দলে।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
হাবিব বলেছেন: এত কেন ভুল?