![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
ফেলে আসা দিন, স্বপ্ন রঙিন,
পিছু ডাকে মোরে, বাজিয়ে বীণ।
প্রজাপতি মন মানেনা বারণ,
ফিরে পেতে চায় যাপিত জীবন।
এ কেমন আচরণ, বুঝিনা কারণ?
পোড়ামন শুধুই কাঁদে অকারণ,
সেই দিনগুলো ফিরিবে না আর,
মন চায় ফিরে পেতে বার বার।।
মনে পড়ে ছিল কতনা সুহৃদ,
খেলায় খেলায় কেটে যেতো দিন
প্রভূ করে দিও তাঁদের কল্যাণ,
যাঁদের কথা ভেবে কাঁদে মোর প্রাণ।
সে মধুর ক্ষণগুলো জানি হয়েছে গত,
স্মৃতিরা কাঁদায় মোরে অবিরত,
বড় হবার অনেক জ্বালা,
আসে না ফিরে আর সেই ছেলে বেলা।
কাঁদলে যায়না সে দুঃখ-ব্যাথা ভার,
কোথায় গেলে পাবো নিস্তার?
সময় আর স্রোত নয় থামবার,
পাহারা দিয়েও নয় সে রুখবার।।
©somewhere in net ltd.