![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
মিলাদের মাস ভবে, এলো ফিরে এলোরে,
ভয়ে কাঁপে শয়তান, নজদীরা পালারে;
মিলাদের মাহিনা এলো ফের দুনিয়ায়,
আশেকেরা গেলো কই, আয় ওরে আয় আয়।।
ফিরে এলো আর বার, মিলাদের মাহিনা,
আশেকের দিলে ফের, জাগে ইশকে মদিনা;
মিলাদের বান ডাকে ইশকের দরিয়ায়,
আশেকরা ছুটে চলে দিলের কাবা মদীনায়।।
দুনিয়ার মুসলিম আজ খুশীতে টই টুম্বুর
এসে গেছে দুনিয়ায়, মাহে রবিউন নূর;
আনন্দ হিল্লোল জাগে সব মুমিনের হৃদে
চঞ্চল হিয়া তার, যায় ছুটে মিলাদে।।
এলো ফিরে দুনিয়ায় মিলাদের মাহিনা
আশেকের দিল ডাকে, মদীনা মদীনা;
চারিদিকে উল্লাস, উৎসব খুশীতে
মুমিনেরা ছুটে যায়, নবীজীর মিলাদে।।
মিলাদের মাহিনা দেখো ঐ এলোরে
মুমিনেরা মিলে সবে আনন্দ উৎসবে;
ঈদের আনন্দ ধ্বনি বাজে অলি-গলিতে
মিলাদের ধুম পড়ে, দোকান-বাসা-মসজিদে।।
এসে গেলে এই ভবে মিলাদের মাহিনা
বেড়ে যায় মরদুদ, শয়তানের কান্না
মুমীনের দিল ফিরে যেতে চায় মদীনা
চারিদিকে একই সুর মদীনা মদীনা।।
©somewhere in net ltd.