নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। আমি ধন্য হয়েছি আল্লাহ্ ধন্য, তোমার দয়াতেই পূর্ণ
তব পাক নামের জিকির করি, তোমার নামই পূণ্য।
তোমার পাক নামের ছায়ায় আমার নেইকো কোন ডর
তোমার পাক নাম ডাকতে পার হবো মওত, কবর, হাশর।
২।করেছো দয়াল নবীজীর(দঃ)উম্মত, হাতে দিয়েছো কাদেরী নিসবত
হানফী ফিকাহ মাযহাব মোর, পথের সাথী মাসলাকে আলা হযরত।
না চাহিতেই দয়াময় দিয়ছো মোরে সব, স্ত্রী-পুত্র-পরিজন-বন্ধু-বান্ধব
তোমার অসীম দয়ার কথা, যায় কি কভূ ভোলা?
৩।তোমার পাক ইচ্ছায় একদিন থেমে যাবে দুনিয়ার সব খেলাধুলা।
তবুও আমি শুনিনি বারণ, করে গেছি অবহেলা।
বেহেশতের আশায় আশায় থাকবো না আমি বসে,
তোমার দয়ায় চলছে জীবন সুখে অনায়াসে।
৪। তোমার ছায়া থাকলে পাশে আর কিছু না চাই,
তোমার দয়া থাকলে পাশে বেহেশতের দরকার নাই।
আমার সকল পাপ আর অবহেলা, করে দাও দয়াল ক্ষমা,
কথা দিচ্ছি দয়াল আল্লাহ্, করবো না আর গুনাহ।।
৫। তোমার হুকুম মেনে চলার তাওফিক দাও প্রভূ
মিথ্যা, গালি, কৃপণতা, চোগলখুরী করিনা যেন কভূ,
দয়ার আশায় বসে আছি দুয়ারে তোমার,
ভিক্ষা চাই তোমার কাছে, নবীজীর উসীলায়।।
©somewhere in net ltd.