নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
মদীনাওয়ালার প্রেম সাগরে ডুবাও তোমার মন
বুঝবে তুমি সৃষ্টি তত্ব, জীবনের কারন
মদীনাওয়ালার প্রেম সাগরে ডুবাও তোমার মন
দেখতে পাবে স্বর্গ মর্ত অদেখা ভূবন।।
মদীনাওয়ালার প্রেম সাগরে ডুবাও তোমার মন
হয়ে যাবে সম্মানিত, বিশিষ্ট মহাজন
মদীনাওয়ালার প্রেম সাগরে ডুবাও তোমার মন
হৃদয় হবে আলোকিত, খুলবে ত্রিনয়ন।।
মদীনাওয়ালার প্রেম সাগরে ডুবাও তোমার মন
স্বয়ং আল্লাহ্র প্রিয় হয়ে কাটাবে জীবন
মদীনাওয়ালার প্রেম সাগরে ডুবাও তোমার মন
জান্নাতের মেহমান হয়ে কাটাবে জীবন।।
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
এস এম ইসমাঈল বলেছেন: তার কারন জানিনা, কেন যে পাচ্ছিলেন না?
২| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
এস এম ইসমাঈল বলেছেন: যাকে নিয়ে লিখেছি তিনি অনেক সুন্দর। আপনাকে ধন্যবাদ।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
নজসু বলেছেন:
৮৮০ ধারায় আপনার প্রতি গ্রেফতারী পরোয়ানা জারী করা হলো।
১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫০
এস এম ইসমাঈল বলেছেন: কিন্তু জনাব, আমার উকিল মিঃ সুজন না আসা পর্যন্ত আপনি কিছুতেই আমাকে গ্রেফতার করতে পারেন না। হাইকোর্ট থেকে আমার আগাম জামীন নেয়া আছে। এই নিন তার কপি। হা হা হা।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩১
নজসু বলেছেন:
আপনাকো খুঁজছিলাম খুঁজছিলাম খুঁজছিলাম খুঁজছিলাম।
কিন্তু পাচ্ছিলাম না।
কেন?