নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১।ধন্য মায়ের ধন্য দুলাল,কালো মানিক হযরত বেলাল,
বেলাল যদি না দিতেন আযান মদীনাতে হতো না সকাল।।
২।মক্কার জালেম কাফেরেরা দিল তাঁরে কতনা আঘাত
তবুও বেলাল (রাঃ) শুধুই বলেন, “আহাদ-আহাদ-আহাদ”
৩।তপ্ত বালুতে শুইয়ে তাঁরে দিল তারা পাথর বুকে,
তবুও আহাদ রইলো জারী, হযরত বেলালের (রাঃ) মুখে।।
৪।শুধালেন তাঁরে দয়াল নবীজী, বেলাল! এমন কি কাজ কর তুমি
লা মাকানে আমার আগে শুনি তোমার পদধ্বনি??
৫। লজ্জায় লাল মিষ্টি হেসে, বলেন বেলাল অবশেষে
দুই রাকাত পড়ি নামাজ, সকল অযুর শেষে।।
৬। শুধু কি তাই? দয়াল রবেরও ছিল প্রিয় বেলালের আযান ধ্বনি,
পাক আরশ থেকেও শোনা যেতো হযরত বেলালের আযান ধ্বনি।।
©somewhere in net ltd.