নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। তুমি মানবতার ভূবনে অবিনশ্বর তারকা
জীবন যাপনের পথে তুমি সরলতার উপমা
জগতের সব পাপীতাপীর কল্যাণে
তুমি দয়া ও করুণার ছায়া।।
২। ন্যায়নীতি পালনে তুমি দেখালে পরম একনিষ্ঠতা
সুপথে চলার তরে তুমি দিলে সঠিক দিশা
জুলুম অত্যাচার নিরসনে তুমি বিজয়ী বীর নেতা
অজ্ঞতার আধাঁরে তুমি জ্বালালে সমুজ্জল দীপ শিখা।।
৩।পরম প্রভূর দরবারে একমাত্র তুমিই মেহমানে আলা
তোমার শুভাগমনে মরদুদ শয়তানের বাড়ে দুঃখ জ্বালা-যন্ত্রনা
জগতবাসীর তরে তুমি রবের অনন্ত-অপার করুণা,
সত্য ও ন্যায়ের পথে তুমি সবার অনুপ্রেরনা।।
৪। জগতের সব নবী ও রাসুল, গেয়ে যান তব আগমনি গান
স্বয়ং আল্লাহ্ আল কুরআনে করেছেন তব শান বয়ান
নবীজীরে না বাসলে ভালো পূর্ণ হবে না কারো ঈমান
সে নবীজীর তরে দরুদ পড়, পাঠাও অগণন সালাম।।
©somewhere in net ltd.