নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। তোমার আগমনের ডঙ্কা ধ্বনি বাজলো সারা ভূবনে
আকাশ-পাতাল স্বর্গ-মর্ত ছড়িয়ে গেলো তা সবখানে
তোমার আগমনী বার্তা পেয়ে, সাজিল স্বর্গ নতুন সাজে
হুরপরীরা সব সেজেগুজে, গান গাইলো নতুন সুরে।।
২। ফেরেশতাদের মাঝে পড়লো সাড়া, আনন্দে সবে দিশেহারা
মা আমিনার ছোট্ট ঘরে তীব্র বেগে ছুটলো তাঁরা।।
ভোরের বাতাস কানে কানে, দিল খবর ফুলবাগানে
মৌমাছি আর বুলবুলিরা গান ধরলো নতুন তানে।।
৩। বনের সব পশু পাখী, মহানন্দে করছে নাচানাচি
মাছেরা সব সেই খুশীতে করছে সবাই হাসাহাসি
মরুভূমির তপ্ত বালু উড়ে গেলো সেই খুশীর স্রোতে
শীতের শেষে কুঞ্জবনে যেমন নব বসন্তের ছোঁয়া লাগে।।
৪। সব গাছপালা আর তরুলতা, সেই বারতা গেলো জেনে
আসলো ভবে খুশীর জোয়ার, তাঁর আগমনী বার্তা শুনে,
আকাশ বাতাস মুখরিত, ফুলের সুবাসে সুরভিত,
নতুন আলোর আগমনে আনন্দ জাগে সবার প্রাণে।।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৮
এস এম ইসমাঈল বলেছেন: মারহাবা! সুপ্রিয় প্রভামণি, মন্তব্যে ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আলহামদুলিল্লাহ্