| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এস এম ইসমাঈল
	মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
আমার ছোট্ট টুনটুনি, আমার প্রিয় নাতনী
একটু আবেগী, অনেক গুনী, আর একটুখানি অভিমানি
বয়স তার মাত্র নয়, ছাত্রী হিসেবেও কিন্তু মন্দ নয়। 
ছবি আঁকার হাত খুব ভালো, প্রধান সখ তার সাজু গুজু
নানা রকম জিনিষ বানায় সে, ইউ টিউব দেখে দেখে
বারবি ডল তার অনেক প্রিয়, ছড়া আর গল্পের বইও   
ঝগড়া শুধু ছোটুর সাথে, কথায় কথায় ঝগড়া বাধে
ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া সময় পেলেই বেড়িয়ে আসা।।
 
   
 
০৯ ই ডিসেম্বর, ২০১৮  রাত ৮:২৪
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ আপু, দুয়া করবেন। এখন ওরাই আমার সব।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মাশাল্লাহ। খুব মিষ্টি দেখতে।