| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এস এম ইসমাঈল
	মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
আমি এলুম-খেলুম আর গেলুম, কী খেলুম জানেন, বস্তা ভরা ডজন ডজন কথা। অহহো
বলতে ভুলে গেছি, শুধু এগুলো খেলেই তো আর হবেনা, কারন এত্ত এত্ত কথা হাপুস-হুপুশ করে গিলে খেয়ে ব্লগারদের পিলে ফুলে ঢোল হয়ে রীতিমত বদ হজম হবার যোগাড়।
ওমা এদের মাঝে একজন ছিলেন পেশায় ডাক্তার। মনে হয় উনার প্রেসস্ক্রিশান মতাবেক কিছুক্ষন পরে সব্বাই কে ছোলা ভাজা আর মুড়ি দেয়া হয়, এক প্লেট করে। আর তার সঙ্গে আর কিছুক্ষ্ণণ বাদে যোগ হল এক কাপ রং চা। বুঝলাম আয়োজকদের রুচি আছে।  কারন গত কদিন ধরে শীত বুড়ি আসি আসি করছিল। বুড়ির বয়েস হয়েছে তাই হাটতে কষ্ট হয়। সবাই নিজ নিজ ইন্ট্রো দিল। সঞ্চালক কাল্পনিক ভালবাসা। কেউ কেউ নিজেদের লেখা কবিতা পড়ে শোনালেন। একজন এসেছেন উত্তর বঙ্গ থেকে, তার জন্য একটা স্পেশাল হাত তালির রাউন্ড হল। আমার পাশে বসা ছিলেন বিদ্রোহী ভৃগু। আর ও আকজন ছিলেন, উনি পেশায় সাংবাদিক, ঢাকার একটা অনেক প্রাচীন পত্রিকায় কাজ করেন। উনি বয়সে আমার গুরুজন। তাই খুব সাহস করে তাঁকে আস্তে করে জিজ্ঞাসা করলাম, দাদা আপনার কত রান হল? উনি বললেন, ৬-৭, দাদূর উত্তর শুনে আমি ভাবলাম, এটা কি ভাবে হয়? আমি চিরকালই একটু মাথা মোটা। আবার একটু অবাক হয়ে বললাম, স্যরি স্যার, আপনার ব্লগিং এর বয়স জিজ্ঞাসা ক্ররি নাই।দাদু আমার ভুল শুধরে দিয়ে বল্ললেন, সাতষট্টি বছর। আমি মজা করে উনাকে ল্লাম, নো প্রবলেম দাদু, আপনি আমার চেয়ে মাত্র তিন রানে এগিয়ে আছেন। উত্তরে উনিও হেসে দিলেন। বয়সে বড় হলেও উনি কী সুন্দর স্যুট-বুট গায়ে দিয়ে এসেছিলেন। একজন একটা কবিতার বই সব্বাইকে উপহার দিলেন।তাও ওই লেখক নিজে না এসে অন্য একজন ব্লগার দিয়ে। খাওয়া আর আলাপ দুটোই সমান তালে চলছিল। এর পর শুরু হল ফটো সেশন। ব্লগার কাভা আমার দাঁড়িয়ে কথা বলতে কষ্ট হচ্ছে দেখে, আমাকে একটা চেয়ারের উপর বসে কথা বলার সুযোগ দিলেন। অসুস্থতার কারনে আমার কথাগুলো বারবার জড়িয়ে যাচ্ছিল।
লোক জমা হয়েছিল প্রায় ২০-৩০ জন। মহিলা ছিলেন পাচ/ছয় জন। আমি দশ বছরের বেশী সময় ধরে ব্লগিং করছি, কিন্তু এরকম একটা মিলন মেলায় আসার সুযোগ কখনো হয়নি। , তাই বেশ উপভোগ করেছি। আয়োজকদের এরকম একটা সুন্দর মিলনমেলা আয়োজন করার জন্য আন্তরিক কৃ্তজ্ঞতা জানাই।এরপর এই প্লাটফর্ম ব্যবহার করে কিছু সমাজ সেবা করার প্রস্তাব দেয়া হলে সবাই তাতে সায় দিলেন। অবশেষে যার যার গন্তব্যে ফিরে যাবার পালা। ন্টে গাছটি মুড়োল আর আমার গল্প ফুরোল।
২| 
২২ শে ডিসেম্বর, ২০১৮  রাত ২:৩১
এস এম ইসমাঈল বলেছেন: 
  
  
 আপ্যায়নের জন্য ধন্যবাদ, মিঃ নাহিদ এখন আপনাকে কী খাওয়াই?? আচ্ছা দেখি আমার নাতনী মনে হয় কফি আর বিস্কুট আনছে, দেখি কি করা যায়??
৩| 
২২ শে ডিসেম্বর, ২০১৮  সকাল ১০:১৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখা হলে ভালো লাগতো। সুন্দর অনুভূতি লিখে গেলেন। আপনার অনুভুতিটা নিজের মনে করে নিলাম। যেটা আজীবন মনে থাকবেন। আয়োজকদের অনেক ধন্যবাদ প্রিয় ব্লগারদের এক করার জন্য।
 
০১ লা জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৩৮
এস এম ইসমাঈল বলেছেন: স্বপনবাজ, আপনাকে ধন্যবাদ।
৪| 
২২ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:০১
অপু দ্যা গ্রেট বলেছেন: 
আপনাকে দাদুই বলি,
অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য । আপনি অসুস্থ হয়েও যে এসেছেন । আমাদের সঙ্গ দিয়েছেন । শেষ পর্যন্ত ছিলেন এটাই আমাদের বড় পাওয়া । 
ধন্যবাদ এবং শ্রদ্ধা দুটোই ।
 
০১ লা জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৪২
এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| 
২২ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৮
নজসু বলেছেন: 
তোমাকে যে যা ইচ্ছা বলে ডাকুক।
তুমি আমার বন্ধু ছিলে, বন্ধুই রবে। 
তোমার মতো আমিও আমার খুব প্রিয়জনদের তুমি বলে ডাকি। 
বুঝলে।    
 
 
০১ লা জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৫০
এস এম ইসমাঈল বলেছেন: সুজন, আমি সেই আগের মত রয়েচি।ধন্যবাদ।
৬| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  ভোর ৬:১২
এস এম ইসমাঈল বলেছেন: সুপ্রিয় সোউরভ,আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন ।
৭| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  ভোর ৬:২৫
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ আর সুস্বাগতম, মি. নাহিদ,আমার নাতিদের মিছিলে। আপন ভাবার জন্য অভিনন্দন। শুভ কামনা নিরন্তর।
৮| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  ভোর ৬:২৫
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ আর সুস্বাগতম, মি. নাহিদ,আমার নাতিদের মিছিলে। আপন ভাবার জন্য অভিনন্দন। শুভ কামনা নিরন্তর।
৯| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  ভোর ৬:৩৫
এস এম ইসমাঈল বলেছেন: বেশ এতে আমার কোম প্রব্লেম নেই। তুমি কি এসেছিলে? ভাল থেকো।
১০| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  ভোর ৬:৩৫
এস এম ইসমাঈল বলেছেন: বেশ এতে আমার কোম প্রব্লেম নেই। তুমি কি এসেছিলে? ভাল থেকো।
১১| 
২৩ শে ডিসেম্বর, ২০১৮  ভোর ৬:৪২
এস এম ইসমাঈল বলেছেন: স্বাগতম নাতিদের দলে,মিঃ অপু দ্যা বেশট।মিলন মেলা আয়োজন আর আপ্যায়ন এর জন্য।ভাল থাকবেন।।
১২| 
২৮ শে ডিসেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৫
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর পোস্ট
 
০১ লা জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৩
এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে ওনেক ধন্যবাদ। ভাল থাকবেন, জনাব.
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৮  রাত ২:০৫
নাহিদ০৯ বলেছেন: আপনার জন্য চা আর মুড়ি!!
 
 