![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
২১ তারিখ বিকেল বেলায়,
গিয়েছিলাম মিলন মেলায়,
দেখা হল সবার সাথে
মিস করলাম কয়জনাকে।
সনেট কবি, নতুন নকিব
শিখা রহমান, আরো কাকে কাকে
ভুল বুঝনা, কাক নয় ওরা
বলগার ওরা ভালবাসি সবাইকে।
ছিল যারা হাযির,
করল কত খাতির,
এটা আমার ১ম যাওয়া,
ছিল কিছু খাওয়া দাওয়া ।
পেলাম ওনেক সমমান,
মনের কতা বললাম
ওনেক মজা পেলাম
সবাইকে জানাই সালাম। ।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ জনার, আপনাদের ভালো বাসা আমার অনুপ্রেরণা। ভাল থাকবেন। খুউব।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও সালাম
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯
এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে সালাম ও ধন্যবাদ, ভাল থাকবেন ।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২০
নাহিদ০৯ বলেছেন: বাহ। দারুন তো। আপনার আসা আর যাওয়া নিয়েই তো মনে হয় ৩-৪ টা কবিতা হয়ে গেলো।
০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
এস এম ইসমাঈল বলেছেন: আপনাদের ভালবাসা আমার সবচে বড় পাওয়া, ধন্যবাদ।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬
নতুন নকিব বলেছেন:
অাপনি গিয়ে সকলের মন জয় করেছেন। পুরো অনুষ্ঠানটি অালোকিত করেছে অাপনার উপস্থিতি। সুন্দর থাকুন, সুস্থ থাকুন হে চির তরুন।
স্মৃতিচারনে অধমকে স্মরন করেছেন দেখে পুলকিতবোধ করছি। দুঅাসহ কৃতজ্ঞতা অশেষ।
সর্বশেষ পোস্টে স্বাগত-
বিসমিল্লাহির রহমানির রহিম : জমিন এবং আসমানের বরকতের দরজা খুলে দেয় যে বাক্য। বিসমিল্লাহ : তাৎপর্য, ব্যবহার ও অপব্যবহারের ক্ষেত্র। সাথে বোনাস হিসেবে বিসমিল্লাহ'র বিমূর্ত কিছু ক্যালিগ্রাফি
০২ রা জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৫২
এস এম ইসমাঈল বলেছেন: জনার নকীব, আপনাদের মত কিছু লোকের ভালবাসা আর দোয়া আমায় বাঁচিয়ে রেখেছে। ধন্যনাদ আর ভালবাসা জানবেন
।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপনি ও সালমা জানবেন
আপনার জন্য ভালবাসা আর শ্রদ্ধা রইল ।