নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
ঝিনুকের মাঝে যেমন আছে লুকিয়ে মুক্তার প্রাণ,
সুন্দর বনে চপলা হরিনি যেমন খুজে ফিরে,
কস্তুরির ঘ্রাণ আপ্রাণ,
তেমনি আমি খুজেছি
তোমায় হয়ে পেরেশান
বার বার আমি খুজেছি
তোমায়।
মধু বসন্তের আগমনে,
কাঁঠালি চাপার বনে
বার বার আমি খুজেছি
তোমায়,
পড়েনা নাকি তোমার মনে?
এক গুচ্ছ ফুল হাতে
ছিলাম আমি দাড়িয়ে,
শুধুই তোমার অপেক্ষাতে প্রিয়ে।।
একাকী আমিই শুধু হাতড়ে বেড়াই,
স্মৃতির আংগিনায়,
ব্যর্থ আখি দুটি ফিরে আসে বারবার,
ওগো প্রিয়া, না পেয়ে তোমায়।।
১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০০
এস এম ইসমাঈল বলেছেন: ওয়ালাইকুম সালাম।
হাবীব স্যার,ও কে,
এখন থেকে তাই হবে।
২| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০১
এস এম ইসমাঈল বলেছেন: হাবীব স্যার,ও কে,
এখন থেকে তাই হবে।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৮
এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে ওনেক ধন্যবাদ, যাদের মন সুন্দর তারা সব কিছুতেই সৌন্দররয খুজে পায়।
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭
হাবিব বলেছেন: আসসালামু আলাইকুম দাদা..।
একদিনে দুইটা পোস্ট না দিলে ভালো হয়