| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এস এম ইসমাঈল
	মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
ইচ্ছে ছিল বাধবো বাসা, 
বাবুই পাখির মত খাসা,
শান্তি বনের প্রেম কাননে,
থাকবে না বিষাদ ব্যথা,
রবে শুধু প্রেম ভালবাসা,
হবে কি পূর্ণ আশা?
অলস দুপুর, পদ্ম পুকুর,
পায়ে দিয়ে সোনার নুপুর, 
যাচ্ছে হেটে বান্ধবী মোর। 
শুধাই তারে যাচ্ছো কোথায়?
আম বাগানে, যাবি নাকি ভাই? 
  
 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ১০:৫৩
এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে ওনেক শুভেচ্ছা। ভাল থাকবেন, জনাব মাহমুদুর রহমান
২| 
১০ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:১৪
uzzalhosain বলেছেন: ভালো লাগল
 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ১১:০১
এস এম ইসমাঈল বলেছেন: আপনাকে ওনেক শুভেচ্ছা জনাব উজজল হুসেন। আপনাদের ভাল লাগাটাই আমার লেখার প্ররণা। খুব ভাল থাকবেন।
৩| 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:১৮
হাবিব  বলেছেন: 
ইচ্ছে হলে সঙ্গে চলো
মুখে মুখে আল্লাহ বলো
তোমার হৃদয় করে আলো
বাসবো তোমায় অনেক ভালো!!!
প্রেম কাননের শান্তি যেথা 
প্রেম বিরহে বলবো কথা
সেরে যাবে মনের ব্যাথা
ভালোবাসার প্রদীপ খানি মনের মধ্যে জ্বালো। 
অলস দুপুর খুব গরমে 
শীতলপাটির বিছানাতে 
হাত পাখাতে করবো বাতাস
মরবে তুমি লাজ-শরমে!!!
৪| 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: চমৎকার।
৫| 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ১১:৪৭
আখেনাটেন বলেছেন: আপনার আমবাগানে যাওয়ার ডাক শুনে আসলাম। একটি আমবাগান বা গাছের ছবি দিতে পারতেন।  
  
ভালো লাগল। পিচ্চিগুলো কে?
 
১১ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:০৬
এস এম ইসমাঈল বলেছেন: সুপ্রিয় আখেনাটেন!
পাঠ ও মন্তব্যে শুকরিয়া। 
"যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলোরে...................
প্রিয় বান্ধবীর ডাক শুনে,
ছুটে গেলাম তার পেছনে 
মাঘের শীত মাথায় নিয়ে
ছুটে গেলাম আম বাগানে,
ছবি দেয়ার সময় পেলাম কই??
আরে ভাই ছবি দিলে আর কি হতো?
লোকে লোকারন্য হয়ে যেত।
নিরালায় ভর দুপুরে লুকিয়ে
প্রেম করার মজাই আলাদা।
দুই পিচ্চি আমার টম এন্ড জেরী,
ওরা আমার খেলার সাথী,
নাতি নাতনি,
ওদের দুষ্টুমি আর খুনসুটিতে
মহানন্দে কেটে যায় দিন
তাকধিনাধিন ধিন।
শীতের ছোয়ায় জমে যাওয়া বাড়ীটা
ওদের লাফালাফি আর ঝগড়াঝাটিতে
হয়ে যায় বরফ গলা নদী।
বাবা আমার ছেলে-মেয়েদের বলতেন, ইনটারেষ্ট বা সুদ। 
আরো বলতেন আসলের চে্যে সুদের মুল্য বেশী।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:০৮
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর ছড়া।