নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
রবির আগমনে যেমন আকাশের সব কিছু হয়ে যায় ম্লান,
ঠিক তেমনি তাহার সামনে আমাদের ব্যক্তিত্ব জড় নিস্প্রাণ;
মেধাও হয়ে যায় মলিন।
কি আর বলবো আমি?
তার গুনের ফিরিস্তি??
উনার কাব্যিক মন্তব্যে হলাম ধরাশা্য়ী
ভাষা পাইনা খুজে,
ভাবনাগুলো যায় পালিয়ে সুযোগ বুঝে
মিষ্টি মধুর ছন্দেরা সব হাওয়ায় যায় মিলিয়ে
কেন যায়, কোথায় যায়, কিছুই জানিনে?
২| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫০
হাবিব বলেছেন: এই ঋণ শোধে কিসে?
৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৩
ব্লগ মাস্টার বলেছেন: বাহ! অসাধারন লিখনী।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪০
নজসু বলেছেন:
খুব সুন্দর।
৬| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪২
আরোগ্য বলেছেন: চমৎকার।
৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: দারুন লিখেছেন।।।
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! বেশ লিখলেন। ছবি দুটি বোধহয় আপনার পরিবারের 2 দাদি ভাইয়ের ।
শুভকামনা বর্ষিত হোক আপনার পরিবারের উপর।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্য সেই কবি, সার্থক উনার কবিত্বের!