নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
ওরা নুরের পুতুল
ওরা জান্নাতি গুল
ওরা চম্পা বকুল।।
ওরা জাফরানি ফুল
তাদের গন্ধে ব্যাকুল
ছোটে যত অলি কুল।।
ওরে পুর্ণিমার চাদ
দেখে পেয়ে মহা লাজ
লুকায় অমাবশ্যার মাঝ।।
সোনার ময়ুর ময়ুরী
নাচে পেখম তুলি
ফেরেশতা দেয় উল্লাস ধ্বনি।
যত হুর গিলমান
তাদের সেবায় দণ্ডায়মান
মুখে আয়াতে কুরআন।।
ওদের পায়ের ছোঁয়াতে,
দুনিয়া ভরে রহমতে
আর সুখ শান্তিতে ।।
দুনিয়ায় আছে যত ফুল
হবেনা তাদের সমতুল
চিনতে করিও না ভুল।।
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৫
এস এম ইসমাঈল বলেছেন: যত হুর গিলমান
তাদের সেবায় দণ্ডায়মান
মুখে আয়াতে কুরআন।।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৮
নজসু বলেছেন:
সুবহান আল্লাহ।
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬
এস এম ইসমাঈল বলেছেন: যত হুর গিলমান তাদের সেবায় দণ্ডায়মান মুখে আয়াতে কুরআন।।
যত হুর গিলমান
তাদের সেবায় দণ্ডায়মান
মুখে আয়াতে কুরআন।।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৩
হাবিব বলেছেন:
শিশুটির ছবি দেখে মনে হলো
জান্নাত থেকে হুর নেমে এলো
দেখে তাই মনটা ভরে গেল!!!