| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এস এম ইসমাঈল
	মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমার প্রোফাইল পিকটা যদি একটু দেখতেন? ওখানে সবার জন্য একটা সারপ্রাইজ আছে।আপনাকে সেটা খুজে বের করতে হবে। কি পেলেন সেটা কমেন্ট বক্সে জানাতে হবে। 
 
১৭ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৩
এস এম ইসমাঈল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।আরেকটু ভাল করে খুজলে আশা করি পেয়ে যাবেন জনাব।
২| 
১৭ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৩২
আরোগ্য বলেছেন: আগে হয়ত বাংলা ছিলো।
 
১৭ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৫
এস এম ইসমাঈল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।আরেকটু ভাল করে খুজলে আশা করি পেয়ে যাবেন জনাব আরোগ্য।
৩| 
১৭ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:১৩
রাজীব নুর বলেছেন: হুম।
 
১৭ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৬
এস এম ইসমাঈল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।আরেকটু ভাল করে খুজলে আশা করি পেয়ে যাবেন জনাব রাজীব নুর।
৪| 
১৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:৫৮
নাহিদ০৯ বলেছেন: লিখাটা পড়া দূর্বোধ্য। আপনি সম্ভবত একটা সেন্টেন্স লিখেছেন কুরান সম্পর্কে যা ২৬ শব্দের। আর মজার বিষয় হলো ২৬ টা শব্দ এলফাবেটিক্যালি ইংরেজী ছাব্বিশ টা লেটার দিয়ে শুরু হয়েছে।
ভালো লাগলো। তবে লিখা টা পড়তে বেশ কয়েকবার চেষ্টা করতে হয়েছে।
 
১৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ১১:১০
এস এম ইসমাঈল বলেছেন: বিলকুল সঠিক উত্তর।আর আপনি পেয়ে গেলেন নেকষট রাউন্ডের টিকিট। মারহাবা, মি নাহিদ ০৯।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:৫৬
নজসু বলেছেন:

আমি কোন সার কিংবা প্রাইজ কোনটাই পেলাম না ভ্রাতা।