| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এস এম ইসমাঈল
	মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
এই না ভবের হাটে এসে
এবার আমি গেছি ফেসে, 
মন চায় ফিরে না যেতে
পারের কড়ি হয়নি জোগাড়
চিন্তায় আছে মনা আমার।
কত জনায় দিল পাড়ি
সংগে নিল পারের কড়ি
হায় আমি এখন কি করি??
কেমনে দেবো ভব পাড়ি??
উপায় কিছু দাও না বলি? 
 
১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:০৯
এস এম ইসমাঈল বলেছেন: সুন্দর মন্তব্য দেবার জন্য ধন্যবাদ, প্রিয় রাজীব ভাল থাকেবেন জনাব।
২| 
১৯ শে জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:১৯
হাবিব  বলেছেন: 
এত কেন চিন্তা তোমার 
এখনো যে সময় আছে,
আল্লাহ রাসূল পথে চলো
এই পথে যে জীবন বাঁচে!
যত তোমার পাপ কর্ম 
মাফ পাবে সব গুণাহ হতে,
তোমার জীবন ধন্য হবে 
আল্লাহ তালার রহমতে!!
 
১৯ শে জানুয়ারি, ২০১৯  রাত ৯:০৫
এস এম ইসমাঈল বলেছেন: সুন্দর কাব্যিক মন্তব্য দিয়ে শান্তনা দেবার জন্য ধন্যবাদ, প্রিয় কবি। ভাল থাকেবেন জনাব।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৪৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।