![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
হ্যারে জীবন আছিস কেমন?? যাবার কথা আছে কি স্মরন?? সংগে নিলে পারের কড়ি, পারবি যেতে তাড়াতাড়ি।।
যেতে হবে দুরদেশে, সে খেয়াল কি তোর আছে??থাকবে না কেউ সংগী সাথী, একাই দিতে হবে পাড়ি।।
ভাংগা নায়ের হয়ে সওয়ারী, দিতে হবে সাগর পাড়ি, ভব নদীতে তরংগ ভারী, জলদি মাঝি ছাড়ো তরী।
ভব দরিয়ায় তুফান ভারী, দিতে হবে একলা পাড়ি, ভাংগা নায়ের হয়ে সওয়ারী, আর দেরী নয় ভাসাও
তরী।।
২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৫
এস এম ইসমাঈল বলেছেন: ভলো থাকার জন্য তাকে খুশি রাখতে হবে, আর দোয়া করতে হবে, রাববানা আতিনা ফিদদুনিয়া হাসানা,ও্য়াল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান্নার।
২| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮
নজসু বলেছেন:
তাইতো ভয় হয় মাঝি।
সঙে যে পার কবার উপযুক্ত কড়ি নাই।
দয়ালের সামনে দাঁড়াবো কেমনে?
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: জীবন ভালো নেই। কোনো জীবন ভালো নেই।