নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
সামু'র ব্লগার, মাইদুল সরকার
করলো এ কি কারবার?
সামু'তে আছে যত ব্লগার।
খোলা চিঠি দিল সবে
নীল আকাশে উড়িয়ে
ঘুড়ির মত ছড়িয়ে।
ভাবলো সবাই পাবে ভয়
কিন্তু তা'ও কি হয়?
আমি বলি নিশ্চয় নিশ্চয়,
ভয়তো এবার পেতেই হয়।
নাম তার সরকার,
আর কী দরকার?
ভয় পেতে বা পাওয়াতে
নাই তার জুড়িদার
পাজামা পরে চুড়িদার।
পানজাবী জরিদার
কি এলাহি কারবার?
মাইদুল সরকার
সামুতে আছে নাম ডাক তার,
ছেলেটা কিন্তু চাটগার,
প্রোপিক নিকষ কালো আধার।
বাগে পেলে একবার
ফাটাতাম নাক তার
কোন সাহসে সে,
আমায় খোলা চিঠি দিয়েছে?
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১
এস এম ইসমাঈল বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, জনাব।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
একি কারবার
আমাকে নিয়ে কবিতা লিখা আবার
কি ছিল দরকার
নাম আমার মাইদুল সরকার।
ইসমাইল ভাই
রক্ষা তাই
তা না হলে করতাম গোসা
ব্লগ তো মুক্ত কোসা
যে যা ইচ্ছা লিখিবে
তাতে কে কি করিবে।
++++++++++++
ওরে বাবা এই না হলে কিব মুহূর্তেই আমাকে নিয়ে কবিতা পোস্ট।
ধন্য ধন্য বলি তারে, যে কবিতা লিখেছে কস্ট করে আহারে।
ধন্যবাদ লইক, প্লাস, প্রিয়তে নিলাম।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯
এস এম ইসমাঈল বলেছেন: প্রিয় ব্লগার,মাইদুল সরকার! আপনাকে নিয়ে লেখা পোষ্টটাকে একটা ফান পোষ্ট হিসাবে সহজভাবে নেয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, জনাব।সাথে থাকার জন্য ধন্যবাদ।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮
নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন
খোলা চিঠিতো ভাই, আমার নামে পাঠিয়েছে! তবে মাইদুল ভাই, মানুষটা খুবই চমৎকার। যেমন ব্যবহার তেমনি তার লেখা!
আমার প্রিয় বন্ধুটাকে নিয়ে লেখার জন্য মন থেকে ধন্যবাদ রইল!
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১
এস এম ইসমাঈল বলেছেন: ভালো থাকবেন, জনাব।সাথে থাকার জন্য ধন্যবাদ।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ হইছে ভাই,
হা হা হা নাগো ভাই না
মারামারি ভালো না,
এই ভাবনা দেন ক্ষ্যামা
নিজেই পাবেন ব্যথা।
ভালই সে লিখেছিল চিঠি
ভালো লাগলো কবিতা,
রম্যরসে মিলেমিশে থাকি
যাক কেটে সব যাতনা।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৩
এস এম ইসমাঈল বলেছেন: ভালো থাকবেন, জনাব।সাথে থাকার জন্য ধন্যবাদ।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২২
তারেক ফাহিম বলেছেন: অবসরে সামুতে এধরনের রম্যইতো ব্লগারগণকে আপন করে নিয়েছে।
পোষ্টে ভালোলাগা।
মাইদুল ভাই, থুক্ক স্যার অনেক ভালো মানুষ।
উঁনার খোলা চিঠিতে আমিও ছিলাম আড্ডায়
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৪
এস এম ইসমাঈল বলেছেন: ভালো থাকবেন, জনাব।সাথে থাকার জন্য ধন্যবাদ।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩
আকতার আর হোসাইন বলেছেন: হাহাহা.... ভালোই লেগেছে। যে ব্লগারকে নিয়ে লিখেন নীচে সে ব্লগারের লিংক দিয়ে দিকে ভাল হয়
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৫
এস এম ইসমাঈল বলেছেন: ভালো থাকবেন, জনাব।সাথে থাকার জন্য ধন্যবাদ।
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৫
ইব্রাহীম আই কে বলেছেন: একজন ব্লগার আর একজন ব্লগারের নাক ফাটালে সামুর এডমিন প্যানেল কি চিকিৎসার খরচ বহন করবে?
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪
এস এম ইসমাঈল বলেছেন: ভালো থাকবেন, জনাব ইবরাহীম!।
ওনারা খুব ঝানু প্লেয়ার। ভয় লাগছে কখন না আবার আমাকে ব্যান করে দেন?
চিকিৎসা ভাতা? হা হা হা, ওনারা যদি আমার কাছে সেটা দাবী করেন তবে আমি খুব একটা ভয় পাবো না।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫২
খায়রুল আহসান বলেছেন: আশাকরি, আপনার এ কবিতাটি পড়ার পর থেকে মাইদুল সরকার তার নিজের নাকটাকে সুরক্ষা করে চলবেন!
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০২
এস এম ইসমাঈল বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব খায়রুল আহসান! ভালো থাকবন। আমিও সে আশাই করছি, যেন ওনার নাকটা বেচে যায়।
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫২
তারেক_মাহমুদ বলেছেন: মাইদুল ভাই সামুকে সত্যি অনেক ভালবাসেন, আপনাকে ধন্যবাদ।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮
এস এম ইসমাঈল বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবা জনাব তারেক মাহমুদ! ভালো থাকবেন।
১০| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর।
এভাবেই লেখা উচিত।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭
এস এম ইসমাঈল বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব সাজ্জাদ হোসেন! ভালো থাকবেন।
১১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
রাজীব নুর বলেছেন: শুভেচ্ছা জানবেন।
অতি চমৎকার হয়েছে।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯
এস এম ইসমাঈল বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব রাজীব নুর! ভালো থাকবেন।
১২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
এস এম ইসমাঈল বলেছেন: সবাইকে ভাললাগা ভালবাসা আর শুভেচ্ছা। যদি কেউ আমার পোষ্ট পড়ে আহত হয়ে থাকেন, সেজন্য সরি।
আসলে এটা ছিল জাস্ট একটা ফান পোষ্ট। কাউকেও নিন্দা, হিংসা বা আহত করা আমার উদ্দেশ্য বা কাম্য ছিল না।
উদ্দেশ্য ছিল যাষ্ট ফান আর শুধুই বিনোদন। সবাইকে দেখলাম ওনারা খুব শক্ত গুরু গম্ভীর বিষয় নিয়ে লেখালেখি আর আলোচনা করছেন।
এখানে মন্তব্য দানকারী সবাই আলহামদুলিল্লাহ সবাই খুব গুণী মানুষ, পোষ্টটা সহজ ভাবে নিয়েছেন, দেখে ভার মুক্ত হলাম। সব্বাাইকে মুবারাকবাদ।
১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৮
আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ
২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন, জনাব।
১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৭
সুমন কর বলেছেন: হাহাহাহা............ভালোই লিখেছেন।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪০
এস এম ইসমাঈল বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, জনাব।
১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৭
সূচরিতা সেন বলেছেন: লেখায় বেশ পরিতৃপ্ত শব্দ গাঁথুনী ভালো লাগল।
২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৪
এস এম ইসমাঈল বলেছেন: আমার ব্লগে স্বাগতম!সুচরিতা সেন। সুন্দর মন্তব্যে একরাশ ভাল লাগা।
সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।
১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! বেশ বেশ বেশ !! আমিও যে চিটাগাংয়ের মজনু হলাম ....
২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৬
এস এম ইসমাঈল বলেছেন: ও ভাই আরা চাডিগাইয়া নওযোয়ান,
আমার ব্লগে স্বাগতম! প্রিয় পদাতিক ভাইজান,
আজিআ দিয়ু্ম মেজজান
নলা কাজি খাই যান।
সুন্দর মন্তব্যে একরাশ ভাল লাগা।
সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।
১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০০
কাওছার আজাদ বলেছেন: ভাঈ, আমি থো প্রতমে মনে করচিলাম, আইজ কিলাকিলি লাইগাই যাইবে, কিন্তূ কমেন্ঠে আইশা দেখি ফুরাডাই অভাকর খান্ড। মারহাবা।
২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৭
এস এম ইসমাঈল বলেছেন: ও ভাই আরা চাডিগাইয়া নওযোয়ান,
আমার ব্লগে স্বাগতম! প্রিয় কাওছার আজাদ ভাইজান,
কিল খাইলিকি পেড বরিবুনা?
আজিআ দিয়দি মেজজান
নলা কাজি খাই যান।
সুন্দর মন্তব্যে একরাশ ভাল লাগা।
সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন জনাব।
১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬
শিখা রহমান বলেছেন: ছন্দে ছন্দে প্রিয় ব্লগারকে নিয়ে সুন্দর কবিতা।
ভালো লাগলো অনেক। কবি ও কবিতার ব্লগার, দুজনকেই শুভকামনা।
২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩১
এস এম ইসমাঈল বলেছেন: সুন্দর মন্তব্যে একরাশ ভাল লাগা।
সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন আপু।
১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ক্ষমা করে দেন তাকে।
আর যেন না লিখে সে বিষয়ে একটি ছড়া লিখতে পারেন।
কাজ হতে পারে।।।
২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৭
এস এম ইসমাঈল বলেছেন: সুন্দর উপদেশ মনে থাকবে আমার, মন্তব্যে একরাশ ভাল লাগা।
সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন জনাব, সেলিম আনোয়ার।
২০| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১
নতুন নকিব বলেছেন:
সরকারকে স্মরন করে সুন্দর ছড়া লিখেছেন।
ধন্যবাদ ইসমাঈল ভাই।
২১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪০
এস এম ইসমাঈল বলেছেন: সুন্দর মন্তব্যে একরাশ ভাল লাগা। ভাল থাকবেন,জনাব।
২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা! সবার মন্তব্য পড়ে মনটা আরও পুলকিত হলো।
ধন্যবাদ এমন কাব্য রচনায়।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬
এস এম ইসমাঈল বলেছেন: আলহামদুলিল্লাহ! খুব ভালো লাগছে এজন্য যে সবাই এটাকে ফান পোষ্ট হিসাবে মেনে নিয়েছেন।
পাশে থাকার জন্য শুকরিয়া।
ভালো থাকবেন, জনাব মাইদুল সরকার।
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগলো অনেক।
প্রথম + নিন আমার তরফ থেকে।