![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
ওগো বায়োস্কোপের কবি,
নিত্য দেখাও নতুন নতুন ছবি
সামু'র ব্লগের ওগো উজ্জল রবি
ইচ্ছে করে তোমায় বুকে আগলে রাখি
যত্ন ভালোবাসা আর নিরাপত্তার বাধনে
চিরকাল, আরো সফলতা
আরো কথকতার আড়ালে
চিরজীবী হোক তোমার লিখনি
আরো দোয়া করি
আজ জন্ম নিল যে শিশুটি
ব্লগের ভারচুয়াল জমীন দাবরিয়ে
কঠিন বাস্তবতার সামনে
লেখালেখির সুবিস্তির্ণ ভুবনে
স্বপ্নময় আলোময় প্রাংগণে
চিরজীবি হও তুমি; নতুন পরিচয়ে
তোমার শানিত চিন্তা চেতনার ধারা
হোক আরো মজবুত, মননশীলতা
ছড়িয়ে দাও তোমার ভাবনার সুগভীর উষ্ণতা
জনারণ্যে সুবিস্ত্বত হোক তোমার সব ভাবনা
আজকের এই শুভ দিনে, এই শুধু কামনা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪
এস এম ইসমাঈল বলেছেন: সুপ্রিয় হাবিব স্যার! এটা যে একটা গল্প গ্রন্থ তা আমি জানি জনাব, কিন্তু বইটার সাহিত্য মান এবং সুন্দর নামকরন বিবেচনা করে আমি লেখককে সম্মান জানাতে তাঁকে বায়োস্কোপের কবি নামে সম্বোধন করেছি। আশা করি এবার বুঝতে পেরেছেন, জনাব। গঠন মূলক সমালচনার জন্য কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকুন, জনাব।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৮
নাহিদ০৯ বলেছেন: বাহ্। চমৎকার। এমনটি ই আশা করেছিলাম। একজন লেখক আরেকজন লেখকের লিখা নিয়ে পোস্ট করবে। কিন্তু বই টা কিনে নিয়ে একটা রিভিউ পোস্ট বা কবিতা দিলে বেশি ভালো হতো।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১১
এস এম ইসমাঈল বলেছেন: আপনার সাথে এ বিষয়ে সম্পুর্ণ একমত জনাব নাহিদ। ২-৩ বছর আগে আমি বই মেলা সহ সব রকমের মেলায় যেতাম। আজকাল আর তেমন করে যাওয়া হয় না। কারণটা নিশ্চয় বুঝতে অসুবিধা হবার কথা নয়। সুন্দর পরামর্শের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ভালো থাকবেন জনাব।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৯
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৪
এস এম ইসমাঈল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ভালো থাকবেন জনাব।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬
আকতার আর হোসাইন বলেছেন: বাহ, চমৎকার। কাওসার ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৬
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন জনাব।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩২
আকতার আর হোসাইন বলেছেন: বাহ, চমৎকার। কাওসার ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৮
এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন জনাব।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৪
তারেক ফাহিম বলেছেন: বায়োস্কপ নেয়ার জন্য মেলায় অাসতাছি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৩
এস এম ইসমাঈল বলেছেন: স্বাগতম! ধন্যবাদ। ভালো থাকবেন জনাব।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২
হাবিব বলেছেন: বায়োস্কোপ তো কবিতা নয় ইসমাইল ভাই। গল্পগ্রন্থ!