![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
বইয়ের মেলা, প্রাণের মেলায় যাইরে, ওরে তোরা গেলি কোথায়, জলদি আয়রে!
০১৬৮১৫৮০২৬০
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮
এস এম ইসমাঈল বলেছেন: না জনাব, এটা অনলি ফর ইফরমেশন, যদি কারো প্রয়োজন হয় তবে সে আমি অধমের লেখা এ বইগুলো সংগ্রহ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আপনার সব নেক আশা পূরন করুন।
খুব ভালো থাকবেন, জনাব।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: এটা কি বিজ্ঞাপন?